ক্রঃ নং |
কার্যক্রম |
সেবার ধরন |
সেবা গ্রহনকারী ব্যাক্তি বা সংস্থা |
সেবার স্থান |
সেবা প্রাপ্তির সময়সীমা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
মমত্মব্য |
০১ |
আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী |
# ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরন। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। খ) আয় বর্ধক সচেতনতা বিষয়খ প্রশিক্ষণ দেয়া হয়। ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে ঋন সুবিধাপ্রিদান করা হয়।
#দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/= টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতুত্বকালনি ভাতা প্রদান করা হয়। এছাড়া সমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবসত্মা করা হয়।
# ক্ষুদ্র ঋনঃএই কার্যক্রমের আওতায় দু:স্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋন প্রদান করা। |
দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা।
পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা
কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী |
উপজেলা মহিলা বিষয়খ কর্মকর্তার কার্যালয়, থানচি |
আবেদনের ১৫-৩০ দিনের মধ্যে
০৬ মাস
০২ মাস |
|
|
|
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন |
উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মঞিরা জনগোষ্টির মধ্যে সম্প্রসারন করার লক্ষে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা। |
সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
আবেদন প্রাপ্তি ১৫ দিনের মধ্যে |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস