Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার..

ক্রঃ নং

কার্যক্রম

সেবার ধরন

সেবা গ্রহনকারী ব্যাক্তি বা সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মমত্মব্য

০১

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

# ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে  তাদের জড়িতকরন। এই কার্যক্রমের অধীনে  ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে

ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক  সুবিধা প্রদান করা হয়।

খ) আয় বর্ধক সচেতনতা বিষয়খ প্রশিক্ষণ দেয়া হয়। ভিজিডি চক্র শেষে  প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে ঋন সুবিধাপ্রিদান করা হয়।

 

#দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/= টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতুত্বকালনি ভাতা প্রদান করা হয়। এছাড়া সমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবসত্মা করা হয়।

 

# ক্ষুদ্র  ঋনঃএই কার্যক্রমের আওতায় দু:স্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋন প্রদান করা।

দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা।

 

 

 

 

 

 

পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা

 

 

 

কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়খ কর্মকর্তার কার্যালয়, থানচি

আবেদনের ১৫-৩০ দিনের মধ্যে

 

 

 

 

 

 

 

০৬ মাস

 

 

 

 

 

০২ মাস

 

 

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মঞিরা জনগোষ্টির মধ্যে সম্প্রসারন করার লক্ষে স্বেচ্ছাসেবী মহিলা  সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তি ১৫ দিনের মধ্যে

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়